‘অসুস্থ বলার’ ৪০ মিনিটের মধ্যে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক:

inside-post

শুটিং চলছিল, কিন্তু হুট করেই অসুস্থ বোধ করছিলেন। এমন অবস্থায় ৪০ মিনিটের মধ্যে মারা গেছেন মালয়েশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী কুইনজী চেং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। স্ট্রেইট টাইমস ও এশিয়াওয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, কুইনজী চেং সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যানেল স্কোয়াড সেকাওয়ানের জন্য শুটিং করছিলেন। ওই চ্যানেলের সহ-প্রতিষ্ঠাতা চাই জি এবং তার বন্ধুরা চায়না প্রেসকে বলেছেন, ‘তারা কুইনজী চেংকে সকালে বাড়িতে থেকে নিয়ে আসে এবং ৮টায় শুটিংস্পটে পৌঁছায়।’

ঘটনার বিস্তারিত সম্পর্কে বলা হয়েছে, তারা প্রথম এপিসোডের জন্য সাড়ে ৮টায় শুটিং শুরু করে এবং সাড়ে ১০টা নাগাদ কুইনজী যখন শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন চেয়ারে বসে পড়েন এবং জানান তার মাথা ঘুরছে। কুইনজী জানান, তার মাথা যেন আঘাত প্রাপ্ত হয়েছে এবং বমি করতে চান।

চাই জি বলেন, ‘সেইসময় কুইনজী বমি করতে শুরু করেন এবং তারা একটি অ্যাম্বুলেন্স ডাকেন। তখনও তার জ্ঞান ছিল এবং কুইনজী তার মোবাইলের পাসওয়ার্ড তাদের বলেন যেন তারা তার প্রমিককের সঙ্গে যোগাযোগ করে তার মেডিকেল রেকর্ড জানতে পারে।’

তার প্রেমিক জানায় কুইনজীর সবসময় স্বাস্থ্যবান ছিলেন তবে তার বাবার কানে সমস্যা ছিল। চাই জি জানান, কুইনজীকে সেখানকার স্টাফরা বারবার চেক করতেছিলন। কিন্তু জ্ঞান হারানোর পর তার হার্ট বিট অনেক দ্রুত ছিল। এরপর তার ঠোঁট, হাত এবং পায়ের পাতা বেগুনি রংয়ের হয়ে যায়।

অ্যাম্বুলেন্সকে ডাকার পাঁচ মিনিটের মধ্যে সেখানে পৌঁছায়। তবে তখন কুইনজী আর সাড়া দিচ্ছিলেন না এবং তাকে মৃত ঘোষণা করা হয়। চাই জি বলেন, ‘মাথা ঘোরার কথা বলার ৩০-৪০ মিনিটের মধ্যে মারা যায় কুইনজী।’

মেডিকেল পরীক্ষার পর তার মৃত্যুর কারণ জানা যাবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আরো দেখুন