আরও এক ইউএনও এবং ৩ থানার ওসি প্রত্যাহারের নির্দেশ
ডেস্ক রিপোর্ট:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও এক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তিন থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
এক চিঠিতে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে ব্যবস্থাগ্রহণে চিঠিতে অনুরোধ জানানো হয়।
অপর এক চিঠিতে ময়মনসিংহের দুই উপজেলা ফুলপুর ও তারাকান্দা এবং মাদারীপুরের কালকিনি থানার ওসিকে প্রত্যাহারের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
উল্লেখ্য, ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। যে নির্বাচনে দেশব্যাপী এখন প্রচার-প্রচারণা চলছে। আগামী ৭ জানুয়ারি ভোগগ্রহণ করা হবে।