আরও ২ নেতাকে বহিষ্কার করল জাতীয় পার্টি

ডেস্ক রিপোর্ট:

inside-post

জাতীয় পার্টির আরও দুই নেতাকে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর সমালোচনা করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন দলের প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী।

রোববার (১৪ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহামুদুল আলম বলেন, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশক্রমে দলের চেয়ারম্যান জিএম কাদের গঠনতন্ত্রের ক্ষমতাবলে দলের সব পদ থেকে এই দুইজনকে বহিষ্কার করেছেন। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তরের জাতীয় পার্টির কমিটি বাতিল করা হয়েছে।

এর আগে বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মতবিনিময় সভায় এই দুইজন চেয়ারম্যান ও মহাসচিবের সমালোচনা করেন।

Copied from: https://www.rtvonline.com/politics/256388

আরো দেখুন