আসন বণ্টন নিয়ে দু’একদিনের মধ্যে সমঝোতা: কাদের
ডেস্ক রিপোর্ট:
আজ-কালের মধ্যে ১৪ দল শরিকদের সাথে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার ( ৪ ডিসেম্বর ) ১৪ দলীয় শরিকদের সাথে আওয়ামী লীগের বৈঠক নিয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জোটের সাথে আসন ভাগাভাগির বিষয়টি পরিষ্কার করেন তিনি। জানান চৌদ্দ দল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় একমত।
সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় তথা নির্বাচনের ব্যাপারে ১৪ দল একমত এবং আসন ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। তবে এবার শরিকরা তাদের মার্কা নিয়েই নির্বাচনে থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।
একই ভাগে জাতীয় পার্টির সাথেও আসন ভাগাভাগির আলোচনা চলছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তবে দলের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলের নমনীয়তার কোনো পরিবর্তন নেই বলেও জানান দলের সাধারণ সম্পাদক।
এছাড়া জাতীয় পার্টির সাথে জোটগতভাবে নির্বাচন তথা আসন ভাগাভাগি নিয়েও আলাপ চলছে বলে জানান ওবায়দুল কাদের।
হুঁশিয়ারি দেন বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধেও। ভোটার উপস্থিতির মধ্য দিয়ে আসন্ন নির্বাচন নিয়ে সব অপপ্রচারের দাতভাঙ্গা জবাব দেয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।