উপজেলা নির্বাচনে থাকছে না নৌকার প্রার্থী
ডেস্ক রিপোর্ট:
প্রথম ধাপে আগামী ৩০ এপ্রিলের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে জরুরি সভায় নতুন সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
সোমবার (২২ জানুয়ারি) দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে জরুরি সভা করেছে দলটি।
সভা শেষে এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আগামী উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ।
দ্বাদশ সংসদের নারী এমপি বিষয়ে তিনি বলেন, শিডিউল ঘোষণার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাদের জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের মধ্যে সৃষ্ট কোন্দল নিরসনে সংশ্লিষ্টদের ঢাকায় আনতে বিভাগীয় কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।