কারচুপির চেষ্টা হলেই ভোট বন্ধ: সিইসি
কোন কেন্দ্র অনিয়ম হলে ভোটকেন্দ্র তৎক্ষণাৎ বন্ধ করে দেয়া হবে বলে প্রার্থীদের হুঁশিয়ারি করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিব উল আউয়াল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল জেলার প্রার্থীদের সঙ্গে শনিবার (২৩ ডিসেম্বর) সকালে মতবিনিময় করেন সিইসি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, রিটার্নিং অফিসার ভোটের ফলাফল পাল্টে দেবে, এগুলো আজকাল বিশ্বাসযোগ্য নয়। বিভিন্ন সময় নির্বাচন বিতর্কিত হয়েছে, বিদেশিরা অনেকবার কথা বলেছে। সবাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে বলে সিইসি উল্লেখ করেন।
নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন এসময়।