জামতলায় তিন নদী পরিষদের আলোচনা সভা

প্রতিবছরের নেয় এবারও কুমিল্লা পৌর পার্কের জামতলায় তিন নদী পরিষদের আয়োজনে মাসব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

inside-post

শনিবার বিকেল তিনটায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার মুসলেউদ্দিন আহমেদ।
তিন নদী পরিষদের আহ্বায়ক সাংবাদিক আবুল হাসনাত বাবুলের সভাপতিত্বে ভালো উপস্থিত ছিলেন আমাদের কুমিল্লা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক শাহজাদা ইমরানসহ আমন্ত্রিত অতিথিরা।

এ সময় প্রধান অতিথি ডা: মুসলে উদ্দিন আহমেদ বলেন ভাষা আন্দোলন নিয়ে কুমিল্লার রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। কুমিল্লার সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত থেকে শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্যোক্তা রফিকুল ইসলামসহ অনেক গুণীজন বাংলা ভাষার সম্মানকে তুলে ধরতে কাজ করেছেন। কুমিল্লার অজিত গুহ, মেজর গণিও ভাষার সম্মান রায় ভূমিকা রেখেছেন। ধীরেন্দ্রনাথ দত্তই পাকিস্তান গণপরিষদে সর্ব প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। তিন নদী পরিষদ এসব গুণী মানুষের কথা, ভাষা আন্দোলনের কথা ও স্বাধীনতার কথাই নতুন প্রজন্মসহ সকল মানুষকে শোনাচ্ছে গত ৩৮ বছর ধরে।

আলোচনা শেষে আওয়ার লেডি আফ ফাতেমা গার্লস হাইস্কুলের শিক্ষার্থীরা দেশাত্মবোধক পরিবেশন করেন।

আরো দেখুন