জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

inside-post

১৫ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড, মানবাধিকার লঙ্ঘনকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকান্ডের আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড, দুর্নীতি মামলার দন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান ও জোবায়াদা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপি রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ বাস্তবায়নের চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো. মেহেদী হাসান।

সোমবার (১৪ আগষ্ট) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এসে স্মারক লিপি প্রদান করেন এই সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা।

যুবলীগ নেতা মো. মেহেদী হাসান জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্দেশে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর শ্রষ্টা, বিশিষ্ট লেখক-সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মণির হাতে গড়া দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি যুব সংগঠন। আমরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জবিত, লড়াই-সংগ্রাম আন্দোলনের মাধ্যমে বেড়ে ওঠা গৌরবময় ইতিহাসের ধারক সংগঠন; লক্ষ লক্ষ যুবকের আশা-আকাঙ্কার বাতিঘর বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুমিল্লা উত্তর জেলা পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে দাবিকৃত বিষয় সমূহের বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি ।

স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু কাউসার (২ নং ওয়ার্ড কাউন্সিলর), সাবেক সহ সভাপতি মো. মিজানুর রহমান,সেন্ট্রাল মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. ইশতিয়াক আহমেদ খান রানা, যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম, সফিকুল গনি বাবু, সানাউল্লাহ, মো. হাসান, রুবেল আহমেদ, মোহাম্মদ প্রমুখ।

আরো দেখুন