নির্বাচনের বড় চ্যালেঞ্জ কী, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

inside-post

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন নিয়ে নয়, অনেক বেশি ভোটার ভোটকেন্দ্রে হাজির করাই চ্যালেঞ্জের।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার এলাকায় গণসংযোগের সময় তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা সংসদে একটি শক্তিশালী বিরোধী দল থাকবে। সরকারের ভালোমন্দ যাচাই করে তারা সংসদে কথা বলবে। সরকারের ভুল শোধরাবে। এজন্য যদি ভিন্নদল সংসদে আসে তবে তা আওয়ামী লীগের জন্যও মঙ্গল।

তিনি বলেন, গ্রামেগঞ্জে নির্বাচনের জোয়ার শুরু হয়েছে। শিশুরাও গভীর রাত পর্যন্ত নির্বাচনের স্লোগান দিচ্ছে।

আরো দেখুন