নির্বাচনে আসার কারণ জানালেন জিএম কাদের
ডেস্ক রিপোর্ট:
নিজেদের রাজনীতি টিকিয়ে রাখার জন্যই জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় নির্বাচনে এসেছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার (২৩ ডিসেম্বর) নিজের নির্বাচনী এলাকা রংপুর-৩ (সদর উপজেলা ও সিটির আংশিক) আসনে প্রচারে এসে দলের কর্মীসভায় এ কথা জানান তিনি।
জি এম কাদের বলেন,
দলের রাজনীতি টিকিয়ে রাখার জন্যেই তারা নির্বাচনে এসেছে। ভবিষ্যতে আমরা যদি মনে করি সেটা কার্যকর হচ্ছে না, আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না, তখন আমরা পার্টির ফোরামে পরবর্তী সিদ্ধান্ত নেব।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু এই নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে বলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে প্রতিযোগিতা থাকতে হয়, তা না হলে ভালো নির্বাচন হয় না। তবে এটার ব্যবস্থা করার দায়িত্ব আমাদের হাতে ছিল না। জাতীয় পার্টি এখন কোনো দোটানার মধ্যে নেই। আশা ও আগ্রহ নিয়েই আমরা ভোটে এসেছি।’
জাতীয় পার্টি এবার আওয়ামী লীগের মহাজোটে নেই উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন,
আমরা পার্লামেন্টে থাকার জন্য নির্বাচন করছি। আমরা কোনো ভাগ-বাটোয়ারার নির্বাচন করছি না। এটা কোনো মহাজোট হচ্ছে না। বিভিন্ন দলের ধারণা তৈরি হয়েছে, আমরা জোট করেছি। আমাদের প্রার্থীরা অনেকেই ভুল করছেন। এটা ইলেকশন কমিশনের দেখা উচিত ছিল। আমরা আগে মহাজোটে ছিলাম কিন্তু এখন আর নেই। এই নির্বাচন মহাজোটের নির্বাচন হচ্ছে না। আমরা আওয়ামী লীগের সঙ্গে সেই ধরনের কোনো চুক্তিও করিনি।
কর্মীসভায় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক ও রংপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম ইয়াসিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান, জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগরের সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।