নির্বাচন কমিশনাররা ইসিকে আ. লীগের সহযোগী সংগঠনে পরিণত করেছে: রিজভী
ডেস্ক রিপোর্ট:
বিএনপি ও সমমনা দলগুলোর ১১তম দফার অবরোধের দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশনাররা ইসিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনে পরিণত করেছে। এখন তারা বিরোধীদলের গণতান্ত্রিক অধিকারকে নিয়ন্ত্রণ করতে নানা ফরমুলা বের করার অপচেষ্টা চালাচ্ছে। কোনো পরিপত্র জারি করে জনগণের আন্দোলন দমানো যাবে না বলে তিনি হুঁশিয়ার করে দেন।
রাজধানীতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিল রাজধানীর মতিঝিলে আরামবাগ মোড় থেকে শুরু হয়ে নটরডেম কলেজের সামনের সড়ক প্রদক্ষিণের মাধ্যমে কালভার্ট রোডে গিয়ে শেষ হয়।
এদিকে, অবরোধের সমর্থনে রাজধানীর এলিফ্যান্ট রোড, বেইলি রোড ও গুলশান এলাকায় মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। অন্যদিকে, বুধবার সকালে ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
৩৬ ঘণ্টার এই অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল ছিল স্বাভাবিকের তুলনায় কম। রাজধানীর যাত্রাবাড়িতে গিয়ে দেখা যায় বাসের কাউন্টারগুলো খোলা থাকলেও যাত্রীর সংখ্যা হাতেগোনা। সকাল থেকে ঢাকার আশপাশের জেলাগুলোর উদ্দেশ্যে কিছু পরিবহন ছেড়ে গেলেও যাত্রী তুলনামূলক কম দেখা যায়। অফিসমুখী মানুষ রাস্তায় নেমে কিছুটা ভোগান্তিতে পড়েছে। কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস তেমন ছেড়ে যায়নি।