প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক এম. সাদেক ইন্তেকাল করেছেন।
দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক, কুমিল্লা প্রেসক্লাবের সদস্য এম. সাদেক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে কুমিল্লার সিডিপ্যাথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি এক ছেলে, স্ত্রী, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক এম সাদেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম আলোর কুমিল্লা জেলা প্রতিনিধি আবদুর রহমান।

তিনি জানান, সোমবার দুপুর ১২ টার দিকে কুমিল্লার গোমতী নদীতে মাছ ধরার উৎসবের ছবি তুলতে যান। সেখানে ছবি তোলা অবস্থায় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে সিডি প্যাথ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে বেলা ২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
কুমিল্লার সিনিয়র ফটো সাংবাদিক এম সাদেক প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকে কুমিল্লা অঞ্চলের আলোকচিত্রী হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কুমিল্লার প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল,দৈনিক আমার শহর পত্রিকার সম্পাদক গাজিউুল হক সোহাগ, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।