বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি বলেছেন, আমেরিকা ও তাদের মিত্ররা যদি কোন অবৈধ কিছু করে বা স্যাংশন দেয় তখন পরিস্থিতি দেখে বাংলাদেশের পাশে থাকার সিদ্ধান্ত নেবে রাশিয়া। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পররাষ্ট্রনীতির মধ্যে পড়ে না বলেও মন্তব্য তাঁর।
জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত টকস উইথ অ্যাম্বাসেডর এ অংশ নেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার ভি মান্টিটস্কি। তিনি জানান, রাশিয়ার কাছে বাংলাদেশ এশিয়াতে উন্নয়ন সহায়তা পাওয়া দেশগুলোর মধ্যে দ্বিতীয়। রুপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট তৈরি করছে রাশিয়ান সরকার, যেটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখবে আশাবাদী বলে জানান তিনি। রাশিয়ান রাষ্ট্রদূত বলেন, তারা আর্থ অবজারভেশনের জন্য স্যাটেলাইট সিস্টেম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। রাশিয়া বাংলাদেশের মানুষকে রাজনৈতিকভাবে সহায়তা করবে বলেও আশ্বাস দেন।
বাংলাদেশের মানুষ যাতে মার্কিন রাজনৈতিক নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারে সেজন্য তার দেশ কাজ করবে বলেও জানান। আরেক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, চট্টগ্রাম বন্দরে রাশিয়ার জাহাজ এসেছিলো জ্বালানি ও খাবারদাবারের জন্য। তিনি বলেন, রাশিয়া যে কোনো স্যাংশনের বিরোধী।
বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রজেক্ট টু ফ্রান্স থেকে তৈরি করবে না রাশিয়া থেকে করবে এটা বাংলাদেশের নিজস্ব বিষয়।
আমেরিকা ও পশ্চিমাদেশগুলোর কথা মতই জাতিসংঘের কাজ করে থাকে। গাজায় গণহত্যার নিন্দা জানানো হয় অনুষ্ঠানে।