বিএনপি এখন আর রাজনৈতিক দল নয়: পররাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে, তাদের ভিসানীতির আওতায় আনবে ইউরোপ ও আমেরিকা।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন এ দেশে সুষ্ঠু নির্বাচন চায়। বিদেশিরা নির্বাচনে সহায়ক হিসেবে কাজ করবে। তারা যা চায়, আওয়ামী লীগও তাই চায়।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিএনপি বড় ভুল করেছে, তাদের নেতৃত্বের অপরিপক্কতার কারণে। তারা এখন আর রাজনৈতিক দল নয়। সন্ত্রাসীরা কখনো বাংলাদেশে জয়লাভ করেনি।