বিকেলে যে কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি
ডেস্ক রিপেোর্ট:
ভোট বর্জনসহ ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেওয়ার পর অবরোধসহ টানা ৪ দিনের কর্মসূচি পালন করেছে বিএনপি। রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে দলটি।
সূত্রে জানা গেছে, বড়দিন উপলক্ষে সোমবার কোনো কর্মসূচি রাখছে না বিএনপি। তবে এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে ফের সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করতে পারে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিনদিন এই কর্মসূচি ঘোষণা করবেন।
ইতোমধ্যে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ এক বিবৃতিতে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, হতাশ হলে চলবে না, নতুন উদ্যমে সাহসের সঙ্গে বর্তমান আওয়ামী লীগ সরকারকে না বলতে হবে। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি।
এদিকে ফায়ার সার্ভিসের তথ্যমতে, গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরমধ্যে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে বাস ১৮০টি, ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৯টি।