মন্ত্রিত্ব হারিয়ে নিজ পেশায় ফিরলেন বিদায়ী তিন মন্ত্রী

ডেস্ক রিপেোর্ট:

inside-post

দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভা গঠনের পরই আইন পেশায় ফিরেছেন একাদশ জাতীয় সংসদের তিন মন্ত্রী।তারা হলেন অ্যাডভোকেট নূরুল ইসলাম, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুব আলী। মন্ত্রী হওয়ার আগে তিনজনই ছিলেন আইনজীবী সমিতির নেতা।

রোববার (১৪ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চেম্বারে আড্ডায় মেতেছিলেন তারা।

আইন পেশায় ফেরা নিয়ে তারা বলেন, প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের চেষ্টা করেছি। বর্তমানে দায়িত্বে নেই, আমাদের মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পেয়েছেন যারা আশা করি ভালো করবেন। আমাদের প্রিয় প্রাঙ্গণ সুপ্রিম কোর্টে আবার আইন পেশায় ফিরে এসেছি। এতদিন এই অঙ্গনকে অনেক মিস করেছি।

এদিন সকালে সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে আসেন নূরুল ইসলাম সুজন এবং আপিল বিভাগে আসেন শ ম রেজাউল করম ও মাহবুব আলী।

নূরুল ইসলাম সুজন এবারও পঞ্চগড়-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে মন্ত্রিত্ব না থাকায় আইন পেশা পরিচালনায় বাধা নেই। বিগত সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও পরবর্তীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন শ ম রেজাউল করিম। এবার তার মন্ত্রিত্ব না থাকলে তিনি পিরোজপুর-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য। আর মাহবুব আলী বিগত সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার তালিকা জানিয়ে দেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এই তালিকায় স্থান পাননি একাদশ জাতীয় সংসদের ২৮ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী।

আরো দেখুন