রাজধানীর যাত্রাবাড়ীর নোয়াখালীগামী একুশে পরিবহনের ৩টি বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

inside-post

রাজধানীর যাত্রাবাড়ীর মানিকনগর চৌরাস্তায় নোয়াখালীগামী একুশে এক্সপ্রেস নামের তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বিকাল পৌনে ৫টার দিকে খবর আসে কে বা কারা যাত্রাবাড়ীর মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস নামে বাসে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।

অগ্নিসংযোগে জড়িত ও হতাহত সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি।

আরো দেখুন