রোজার আগে হতে পারে প্রথম ধাপের উপজেলা নির্বাচন: ইসি

ডেস্ক রিপোর্ট:

inside-post

আসন্ন রমজানের আগে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। বলেছেন, রোজার আগে ভোটের সম্ভাবনা রয়েছে। সব উপজেলাই নির্বাচনযোগ্য।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রস্তুত। কমিশন সিদ্ধান্ত দিলেই উপজেলায় প্রথম ধাপের ভোটের তফসিল ঘোষণা করা হবে। বাকিগুলোতে রোজার পরে ভোট হবে।

এদিকে, ইসি সূত্র জানা গেছে, এ মাসের শেষের দিকে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এই ধাপে প্রায় ১০০টি উপজেলায় নির্বাচন হতে পারে।

এর আগে, একাদশ সংসদ নির্বাচনের পর ২০১৯ সালে বিভিন্ন ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই বছরের মার্চে প্রথম ধাপের ভোট হয়েছিল। আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সে হিসেবে সব উপজেলা নির্বাচনযোগ্য হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব জানান, ইতোমধ্যে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উপজেলার তালিকা দেয়া হয়েছে।

আরো দেখুন