স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন চিত্রনায়ক শাকিল খান
ডেস্ক রিপোর্ট:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তারকাদের তালিকায় ছিল চিত্রনায়ক শাকিল খানের নাম। বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের হয়ে লড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু নৌকার টিকেট অর্জনে ব্যর্থ হয়েছেন এই নায়ক। অবশেষে আওয়ামী মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন শাকিল খান।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার ভাগনে শাহরিয়ার নাজিম। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খালিদ হোসেন।
মনোনয়ন ফরম সংগ্রহ প্রসঙ্গে শাহরিয়ার নাজিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই নির্বাচনে দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা যাবে। রামপাল মোংলাবাসীর দাবির প্রেক্ষিতে নায়ক শাকিল খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আমরা শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। জনগণ আমাদের সঙ্গে রয়েছে।
এর আগে, বাগেরহাট-৩ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১১ জন নেতা।
প্রসঙ্গত, ‘আমার ঘর আমার বেহেশত’ ছবিটির মাধ্যমে চলচ্চিত্র জগতে শাকিল খান তার যাত্রা শুরু করেছিল। পরে ‘পাহারাদার’, ‘বিয়ের ফুল’, ‘নারীর মন’, ‘কষ্টসহ আরও কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।