হেরে গেলেন আ.লীগের প্রভাবশালী যেসব নেতা

ডেস্ক রিপোর্ট:

inside-post

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার। মন্ত্রিসভার একাধিক সদস্যসহ ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দেশের ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ২২৩টি আসনে জয়লাভ করে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৬১টি আসনে। এছাড়া জাতীয় পার্টি ১১টি এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জিতেছে।

বর্তমান মন্ত্রিসভার বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে পরাজিত করে চমক দেখিয়েছেন সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)। তিনি হবিগঞ্জ-৪ আসনে প্রায় প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে প্রতিমন্ত্রী মাহবুব আলীকে হারিয়েছেন। সৈয়দ সায়েদুল হক পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যও স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন। যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর ঈগল প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৪৬৮ ভোট। স্বপন ভট্টাচার্য পেয়েছেন ৭২ হাজার ৩৩২ ভোট।

ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো–চেয়ারম্যান কাজী জাফর উল্যাহ হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমানের (নিক্সন চৌধুরী) কাছে। নৌকা প্রতীকে জাফর উল্ল্যাহ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট। আর নিক্সন চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। এ নিয়ে তৃতীয়বারের মতো নিক্সনের কাছে হারলেন আওয়ামী লীগের এই নেতা।

মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও প্রধানমন্ত্রী বিশেষ সহকারী আবদুস সোবহান মিয়া (গোলাপ) ৬১ হাজার ৯৭১ ভোট পেয়ে হেরে গেছেন। তার প্রতিদ্বন্দ্বী সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসা. তাহমিনা বেগম ঈগল প্রতীকে তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৩৩ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সরকারের ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান পরাজিত হয়েছে। তিনি নির্বাচনে তৃতীয় হয়েছেন। এই আসনে বিজয়ী সাইফুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৪১২ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র তৌহিদ জং মুরাদ পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট।

নেত্রকোনা-৩ আসনে পরাজিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। তিনি নিজ দলের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদারের কাছে হেরেছেন। ইফতিকার উদ্দিন পেয়েছেন ৭৬ হাজার ৮০৩ ভোট। অসীম কুমার উকিল পেয়েছেন ৭৪ হাজার ৫৫০ ভোট।

মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস হেরেছেন। মৃণাল কান্তি দাশ ভোট পেয়েছেন ৮২ হাজার ৮৩৩টি। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফয়সাল স্বতন্ত্র হিসেবে কাঁচি প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৭০৫টি। ভোটের ব্যবধান ৬ হাজার ৮৭২ ভোট।

কুষ্টিয়া-২ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের কাছে হেরে গেলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও নৌকার প্রার্থী হাসানুল হক ইনু। ট্রাক প্রতীক নিয়ে কামারুল আরেফিন পেয়েছেন ৯৮ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য ইনু পেয়েছেন ৭৯ হাজার ৭৯ হাজার ৭৩৫ ভোট ।

রাজশাহী-২ আসনে নৌকার বাদশাকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান। কাঁচি মার্কা নিয়ে তিনি ভোট পেয়েছেন ৫৫ হাজার ১৪১টি। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা নৌকা মার্কা নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৪২৩ ভোট।

গাজীপুর-৫ (সদর-কালীগঞ্জ) আসনে প্রতিমন্ত্রী মেহের আফরোজকে ভোটে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান।

রংপুর-৫ স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার ট্রাক প্রতীকে পেয়েছেন এক লাখ ৯ হাজার ৭০৯ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী আশিকুর রহমান রাশেক নৌকা প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৫৯০ ভোট।

নওগাঁ-৪ স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা ৮৫ হাজার ১৮০ ভোট আর তার নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী নহিদ মোর্শেদ পেয়েছেন ৬২ হাজার ১৩২ ভোট।

নওগাঁ-৬ স্বতন্ত্র ওমর ফারুক ৭৬ হাজার ৬৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম নৌকার আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন ৬৯ হাজার ৯৭১ ভোট।

নাটোর-১ স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৭৭ হাজার ৯৪৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শহিদুল ইসলাম বকুল পেয়েছেন ৭৫ হাজার ৯৪৭।

কুষ্টিয়া-১ রেজাউল হক চৌধুরী (ট্রাক) পেয়েছেন ৮৯ হাজার ২৭৪টি, নাজমুল হুদা পটল বিশ্বাস (ঈগল) পেয়েছেন ৫৩ হাজার ১০৫টি, সরওয়ার জাহান বাদশাহ (নৌকা) পেয়েছেন ৪৮ হাজার ৯৬১টি।

আরো দেখুন