১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশের অনুমতি নিয়ে যা জানালো ইসি
ডেস্ক রিপোর্ট:
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, ১০ ডিসেম্বর আওয়ামী লীগকে সমাবেশ করতে ইসির অনুমতি নিতে হবে।
রবিবার (৩ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে ইসির কর্মকর্তাদের সঙ্গে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আচরণবিধি অনুযায়ী কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে চাইলে স্থানীয় রিটার্নিং অফিস থেকে অনুমতি নিতে হবে।
এসময় ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের সাথে নির্বাচন কমিশনের ঘণ্টাব্যাপী বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ২৩ জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ টিম বাংলাদেশে অবস্থান করে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
এর আগে গত ২৯ নভেম্বর ইউরোপীয় ইউনিয়নের ১০ সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। তারা গণতান্ত্রিক পন্থায় অবাধ,সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দেন।