২১৭ আসনের ফল প্রকাশ, কোন দল কত সিট পেল?
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনের ফলাফল একদিন পরও পুরোপুরি প্রকাশ করতে পারেনি দেশটির নির্বাচন
কমিশন। এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বেশি আসনে জয় পেয়েছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত আল জাজিরার খবর অনুযায়ী, জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ২১৭টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাকি আছে ৪৮টি আসন।
এরমধ্যে পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৮৮টি আসন। আর নওয়াজ শরীফের মুসলিম লীগ-এন (পিএমএলএন) জয় পেয়েছে ৬১টি আসনে। বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫০টি আসন।
এছাড়া অন্যান্য দল এবং স্বতন্ত্ররা ফেয়েছে ১৮টি আসন।
একটি আসনের ফলাফল স্থগিত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কারাগারে বন্দ্বি সাজাপ্রাপ্ত ইমরান খান নির্বাচনে প্রার্থিতা করতে পারেননি। এছাড়া তার দলকেও নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ ব্যবহারের সুযোগ দেয়া হয়নি। ফলে ইমরানের দলের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন। বিভিন্ন প্রতীকে নির্বাচনে লড়েও তারা বাজিমাত করেছে।