আমদানি শুল্ক কমালেও বাজারে দাম কমেনি কোনো পণ্যের

ডেস্ক রিপোর্ট:

inside-post

কয়েকটি পণ্যের আমদানি শুল্ক কমালেও বাজারে তার কোন প্রভাব নেই। কমদামে পণ্য সরবরাহ শুরু হলে দাম কমার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। তবে দাম বৃদ্ধির খবরে সাথে সাথে বাড়লেও, কমার খবরে তা দ্রুত কার্যকর না হওয়ায় ক্ষোভ ক্রেতাদের।

রমজানে বাজার পরিস্থিতি ঠিক রাখতে এবং সরবরাহ বাড়াতে চাল, চিনি ও খেজুরের ওপর শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। সেই সঙ্গে মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে ভোজ্যতেলের। তবে এসব পণ্যের দামে নেই তেমন সুখবর। ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার ঘোষণার পরও দামের তেমন হেরফের নেই চালে। চিনি ও ভোজ্যতেলের অবস্থাও একই।

মাছের বাজারে বেড়েছে দেশি মাছের সরবরাহ। ব্যবসায়ীরা দাম কমার কথা বললেও মানতে নারাজ ক্রেতারা। বলছেন- যে দাম তাতেও নাভিঃশ্বাস ওঠার অবস্থা।

সবজির বাজারে ভরপুর শীতকালীন সবজি। বিক্রেতাদের দাবি- বেশিরভাগ সবজির দাম কমেছে ১০ থেকে ২০ টাকা। তবে ক্রেতারা বলছেন যা কমেছে তা যথেষ্ট নয়।

মুরগির বাজারে আগের দামেই ১৯০ টাকা কেজিতে ব্রয়লার এবং সোনালি মুরগি পাওয়া যাচ্ছে ২৯০ টাকায়।

আরো দেখুন