কুমিল্লায় চলছে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের উৎপাত, এক রাতেই আটক ১৬
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লায় থামছেই না কিশোর গ্যাংয়ের উৎপাত। আধিপত্য বিস্তারে প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরপর কয়েকটি ঘটনায় অবশেষে নড়েচড়ে বসে প্রশাসন। এক রাতের অভিযানে আটক করা হয় কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
কুমিল্লায় প্রকাশ্যেই সড়কে চলছে কিশোর গ্যাংয়ের তাণ্ডব। এক গ্রুপের সাথে সংঘর্ষে জড়াচ্ছে আরেক গ্রুপ। দেশীয় অস্ত্র হাতে চলছে নিজেদের শক্তিমত্তা প্রকাশ। থেমে থেমে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
উঠতি বয়সের ছেলেদের এই সংঘবদ্ধ তাণ্ডবে আতঙ্কে রয়েছে নগরবাসী। স্কুল-কলেজগামীদের গ্যাং কালচারে জড়ানোয় উদ্বিগ্ন অভিভাবকরা।
কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, বিভিন্ন এলাকার সিসিটিভির ফুটেজ দেখে এদের শনাক্ত করা হচ্ছে। এছাড়া তথ্য প্রযুক্তির সহায়তায়ও চলছে অভিযান।
কুমিল্লা নগরীতে ঈগল গ্রুপ, একে গ্রুপ, রতন গ্রুপসহ আরও বেশ কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে।