কুমিল্লার ১১ আসনে ৪৮ জনের মনোনয়নপত্র বাতিল,৭৩ প্রার্থীর বৈধ

ডেস্ক রিপেোর্ট:

inside-post

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ১১টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এই ১১টি আসন থেকে ভোটে লড়তে মোট ১২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন, যাদের মধ্যে ৪৮ জনের মনোনয়নপত্র বিভিন্ন কারণ দেখিয়ে বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া বিভিন্ন দলীয় মনোনীত প্রার্থীসহ ৭৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ত্রুটি থাকায় স্থগিত করা হয়েছে ১৮ জনের মনোনয়নপত্র।

রবিবার ও সোমবার দুইদিন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ১১ টি আসনের ১২১ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সংসদীয় আসনে বাতিল করা হয়েছে ৬ জন প্রার্থীর মনোনয়ন, বৈধ ঘোষণা করা হয়েছে ৬ জনের। কুমিল্লা-২ (মেঘনা-হোমনা) আসনে বাতিল হয়েছে ৬ জনের, বাতিল ঘোষণা করা হয়েছে ৬ জন প্রার্থীর মনোনয়ন। কুমিল্লা – ৩ (মুরাদনগর) আসনে বৈধপ্রার্থী সংখ্যা ৬, বাতিল করা হয়েছে ৮ প্রার্থীর মনোনয়ন। কুমিল্লা -৪ ( দেবিদ্বার)আসনে বৈধ ১৩ জন, বাতিল করা হয়েছে একজন প্রার্থীর মনোনয়ন পত্র। কুমিল্লা -৫ (বুড়িচং ও বি পাড়া) আসনে বৈধ ৬ জন, বাতিল ৫ জন। কুমিল্লা- ৬ (সদর) আসনে মনোনয়নের বৈধতা পেয়েছেন ৫ জন, বাতিল করা হয়েছে ১ জনকে। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে মনোনয়ন পত্র বৈধতা পেয়েছে ৬ জন, বাতিল হয়েছে ৪ জনের। কুমিল্লা ৮ (বরুড়া) আসনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছে ১১ জন, বাতিল হয়েছে ৪ জনের মনোনয়ন পত্র। কুমিল্লা-৯ ( লাকসাম ও মনোহরগন্জ) আসনে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ হয়েছে, ৩ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। কুমিল্লা -১০ (নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ) আসনে ৩ জন বৈধ, ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং কুমিল্লা – ১১ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে ৫ জনকে, বাতিল করা হয়েছে ৬ জনকে।

আরো দেখুন