চুরি যাওয়া মোটর সাইকেল ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার ও চোর চক্রের দুই সদস্য তিতাস এলাকায় গ্রেফতার।
চুরি যাওয়া মোটর সাইকেল ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার ও চোর চক্রের দুই সদস্য তিতাস এলাকায় গ্রেফতার।

গত ২৩ অক্টোবর বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া থানা এলাকা হতে একটি কলো রংয়ের সুজুকি জিক্সার মোটর সাইকেল চুরি হয়।
উক্ত ঘটনাটির সংবাদ পেয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ এর দিক নির্দেশনায় অত্র থানার চৌকস অফিসার পিএসআই (নিঃ)/মঞ্জুর হোসেন, এএসআই(নিঃ)/রাজিব কুমার দাস ও সংগীয় ফোর্স সহ গুপ্তচর ও তথ্য প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান এর এক পর্যায়ে আজ ২৪ অক্টোবর ভোর রাতে বাতাকান্দি বাজারস্থ হযরত আলী চায়ের দোকানের নিকট আসামী সাইফুল ইসলাম(২২), পিতা- মোঃ ইসমাইল, সাং- বাতাকান্দি, থানা- তিতাস, জেলা- কুমিল্লা এর দখল হইতে মোটর সাইকেলটি উদ্ধার পূর্বক জব্দ করেন ও জিজ্ঞাসাবাদে সুজুকি মোটর সাইকেলটি তার সহযোগী আসামীদের সহয়তায় চুরি করিয়া আনিয়াছেন বলিয়া স্বীকার করেন।
তাকে জিজ্ঞাসাবাদ করিয়া তার মোটরসাইকেল চুরি চক্রের আর এক সদস্য আসামী মোঃ কাইয়ুম (১৯),পিং-মোঃ কামাল,সাং- মজিদপুর,থানা- তিতাস, জেলা- কুমিল্লাকে একই পুলিশ টিম গ্রেফতার করে। বি-পাড়া থানা পুলিশ এর নিকট উদ্ধারকৃত মোটরসাইকেল ও আসামীদ্বয়কে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার অফিসার ইনচার্জ
মোঃ খালেদ সাইফুল্লাহ।