
নগর উন্নয়নে সাংবাদিকদের কাছে পরামর্শ ও সহায়তা চাইলেন কুমিল্লা সিটি কপোরেশনের নব নিযুক্ত প্রশাসক মোঃ শাহ আলম
কুমিল্লা সিটি কপোরেশনের নব নিযুক্ত প্রশাসক মোঃ শাহ আলম কুমিল্লা নগর উন্নয়নে সাংবাদিকদের কাছে পরামর্শ ও সহায়তা চাইলেন। তিনি আজ ৩ সেপ্টেম্বর কুমিল্লা সিটি কপোরেশন মিলনায়তনে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন,আমি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সন্তান এবং গত ৩১ আগষ্ট কুমিল্লা সিটি কপোরেশনে প্রশাসক পদে যোগদান করি । কুমিল্লার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারলে ধণ্যহবো। আমি ১৮তম বিসিএস প্রশাসন ক্যাডারে চাকুরীতে যোগ দিয়ে দেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রশাসনিক দ্বায়িত্ব পালন করেছি। বর্তমানে যুগ্ন সচিব পদে উন্নীত হয়ে বিভাগীয় জেলা ছাড়া জেলা পর্যায়ে চাকুরীতে কাজ করার ইচ্ছা ছিল না। কুমিল্লার কথা শুনেই সম্মত হয়েছি। এই জেলায় জনসংখ্যা বেশী, সমস্যাও বেশী। বিশেষ করে নগরীতে জলাবদ্ধতা যানজট, সমস্য প্রকট। পরিকল্পিতভাবে নগরায়ন প্রকল্প বাস্তবায়িত হয়নি। কুমিল্লা সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা সেবা দেয়া জনবল সংকট রয়েছে। কুমিল্লাবাসীর খোলা জায়গা বিনোদনের অভাব রয়েছে। জনসংখ্যা অনুযায়ী পার্ক ও মাঠ নেই।
সাংবাদিকরা বলেন বিগত রাজনৈতিক সরকার ও মেয়র থাকায় ভোটের রাজনীতির কারনে মেয়রগণ অনেক অবৈধ উচ্ছেদ করতে পারেনি। প্লান বিহিন বহুতল ভবন তৈরী হয়েছে। মার্কেট ও দোকানের সামনে হকারদের ব্যবসার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। সাংবাদিকরা বলেন বিগতদিনে উন্নয়ন কাজের নামে নিম্নমানের কাজ হয়েছে। বহু উন্নয়ন এখন ভেঙ্গে পড়ছে। ঠিকাদার ও রাজনৈতিক নেতাকর্মিরা সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার ও হামলা ও হুমকির অসংখ্য অভিযোগ রয়েছে।
নব নিযুক্ত প্রশাসক কুসিকের উন্নয়নে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন ও সুশীল সমাজের সাথে কথা বলে সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
