নিখোঁজের ১৭ দিন পর বিলে মিলল প্রবাসীর মরদেহ

ডেস্ক রিপোর্ট:

inside-post

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ১৭ দিন পর মকবুল হোসেন নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পারখী এলাকার একটি বিলে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মকবুল হোসেন ওই এলাকার কিসলু মিয়ার ছেলে।

কালিহাতী থানার পরিদর্শক মনিরুজ্জামান শেখ জানান, মকবুল গত আড়াই মাস আগে দেশে আসেন। দেশে আসার পর মকবুলকে তার নিজ বাড়িতে থাকতে না দেওয়ায় শ্বশুরবাড়ি সখীপুরে বসবাস শুরু করেন তিনি। গত ২৬ জানুয়ারি মকুল বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে খোঁজে পাওয়া যায়নি। পরে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সোমবার দুপুরে স্থানীয় লোকজন পারখী বিলে পুঁতে রাখা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আরো দেখুন