প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের আধুনিক সিটি কর্পোরেশন কাজ করবে মানুষের কল্যাণে। সকল কে নিয়ে সুন্দর ও বাসযোগ্য কুমিল্লা তৈরি করব – ডা. সূচনা
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের আধুনিক সিটি কর্পোরেশন কাজ করবে মানুষের কল্যাণে। সকল কে নিয়ে সুন্দর ও বাসযোগ্য কুমিল্লা তৈরি করব – বললেন ডা.তাহসিন বাহার সূচনা।
কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হওয়ার পর ডা. তাহসিন বাহার তাঁর প্রতিক্রিয়া বলেন, একটি সুন্দর কুমিল্লা গড়ার পরিকল্পনা আছে। নির্বাচিত হলে সবাইকে নিয়ে একটা সুন্দর কুমিল্লা তৈরি করব ইনশাআল্লাহ। গত দুই নির্বাচনে নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করেছি। তৃণমূলের নেতাকর্মীদের আরও কাছে যেতে পেরেছি। অনেকে প্রবীণ নেতা আছেন যারা আমার বাবার সঙ্গে রাজনীতি করেন তারা সবাই আমাকে সমর্থন দিয়ে কৃতজ্ঞ করেছেন। সবাই আমাকে ছোট বেলা থেকে হাতে হাতে মানুষ করেছেন। আমি সবার কাছে তাদের মেয়ের হিসেবে পাশে থাকার আহবান জানাই। তিনি, আরও
বলেন, রিফাত চাচা আমাকে বলতেন আমার পর এই সিটির দায়িত্ব নিতে হবে তোমাকে। বাহার ভাই যেমন নেতাকর্মী সহ কুমিল্লার মানুষকে আগলে রেখেছে, তুমিও তাদের আগলে রাখবে। চাচা এত আগে চলে যাবে কল্পনা করতে পারিনি। চাচার শুন্যতায় ছোট বড় সবাইকে নিয়ে কাজ করব। কাউকে নিরাশ করব না। অপরদিকে, বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমার মেয়ে হিসেবে তার কথা বলছি না। তার ধমনিতে আমার রক্ত আছে তাই আমি বিশ্বাস করি সে আমার মতই জনগণের জন্য কাজ করবে। কুমিল্লার মানুষের জন্য কাজ করবে। এই হাউজের চেয়ে শক্তিশালী কুমিল্লায় কেউ নেই। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি পৃথিবীর কোন শক্তি নেই তাহসিন বাহার সূচনাকে ঠেকাতে পারে।