বড় বিজরা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত বড় বিজয়া প্রাইস মানি কাপ ক্রিকেট টুর্নামেন্ট

বড় বিজরা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত বড় বিজয়া প্রাইস মানি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

inside-post

০২ নভেম্বর শনিবার বিকেল তিনটায় বড় বিজড়া বালুর মাঠ সংলগ্ন এই প্রাইস মানি কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন দেলু, বাহার হোসেন, মোজাম্মেল হোসেন, জুয়েল আহমেদ,

উদ্বোধক ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বিজরা বাজার, সুমন মজুমদার, মহিন হোসেন, শাহ আলম, সাজিদ আহমেদ,

আমন্ত্রিত অতিথি ছিলেন মোঃ সোলেমান( সৌদি প্রবাসী), মোহাম্মদ আক্তার হোসেন, (কাতার প্রবাসী),মুক্তার হোসেন, (কাতার প্রবাসী), সোহেল আহমেদ (ইতালি প্রবাসী), রুবেল হোসেন (কাতার প্রবাসী) রাশেদ হোসেন (কাতার প্রবাসী), জাহিদুর রহমান (কাতার প্রবাসী), জাহিদ (ক্রোয়েশিয়া প্রবাসী),সাকিব (কাতার প্রবাসী) শাহরিয়া ইমন রাতুল (কাতার প্রবাসী), রাতুল (সৌদি প্রবাসী)রাব্বি (সৌদি প্রবাসী), আবু বক্কর (কাতার প্রবাসী)মিন্টু দাস (কাতার প্রবাসী)

আরো দেখুন