বিএসওএবি কুমিল্লা জেলার উদ্যোগে শীতাত্তদের মাঝে কম্বল বিতরণ
বিএসওএবি কুমিল্লা জেলার উদ্যোগে শীতাত্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বিউটি সিগনেচার বাই নুপুরের সত্বাধিকারী ও বিএসওএবি এর কুমিল্লা জেলার সভাপতি সালমা ইসলাম নুপুরের সার্বিক ব্যবস্থাপনায় ও কুমিল্লা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শনিবার বিকেল তিনটায় নগরীর ফৌজদারী এলাকায় এই কম্বলের বিতরণ করা হয়।
সিটি কর্পোরেশনের দুই নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে প্রায় পঞ্চাশ জনেরও বেশি শীতাত্ত মানুষ কম্বল নিতে আসেন।