বিপদ-আপদ থেকে বাঁচার আমল
ডেস্ক রিপোর্ট:
জীবনে চলার পথে প্রতিনিয়ত মানুষ বিপদ-আপদে পড়ে থাকেন। সেই সময় আসলে কি করা উচিত তা বুঝতে না পেরে অনেকে অসহায় জীবনযাপন করতে থাকেন। কিন্তু বিপদ ও মুসিবত থেকে বাঁচতে কিছু আমল রয়েছে। যা নিয়মিত করলে বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায়।
আমলগুলো হলো-
বিপদ-আপদ থেকে বাঁচতে সাতটি সালাম রয়েছে। যেগুলো নামাজের পর পড়লে সবধরনের বিপদ-আপদ থেকে নিরাপদ থাকা যায়।
সালামগুলো হলো-
১. সালামুন কাউলামমির রাবির রাহীম ২. সালামুন আ’লা নুহিন ফিল আ’লামীন ৩. সালামুন আ’লা ইব্রাহীম ৪. সালামুন আ’লা মুছা ওয়া হারুন ৫. সালামুন আ’লা ইলইয়াসীন ৬. সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলূহা খালিদীন ৭. সালামুন হিয়া হাত্তা মাতলায়িল ফাজর।
দোয়া ইউনুস বেশি বেশি পড়লে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। হাসবুনাল্লাহুনিমাল ওয়াকীল সর্বদা বেশি বেশি পড়লে বিপদাপদ দূর ও রিজিক বাড়তে থাকে।
রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।
উচ্চারণ : বিসমিল্লাহিল লাজি লা ইয়াদুররু মাদআস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামিদই ওয়াহুয়া সামিয়ুল আলিম।
এ ছাড়া লা-হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ ৯৯টি রোগের মহাওষুধ। এটি বেশি বেশি পড়লে রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। (মিশকাত.তিরমিজী)