বুড়িচংয়ে ৯০ কেজি গাঁজা ফেলে সিএনজি সহ পালিয়ে গেল এক মাদক কারবারি
বুড়িচংয়ে ৯০ কেজি গাঁজা ফেলে সিএনজি সহ পালিয়ে গেল এক মাদক কারবারি
কুমিল্লার বুড়িচং থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভরাসার গোবিন্দপুর – ভুবনঘর সড়কের জাকির হোসেন এর কবরস্থানে সামনে শনিবার ২৬ আগষ্ট ভোরে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৯০ কেজি গাঁজা ভর্তি সিএনজি আটক করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা সিএনজি ফেলে পালিয়ে যায়।
বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার ও ওসি তদন্ত কবির হোসেন জানান শনিবার ভোর রাত ২.৪৫ মিনিটে জেলার বুড়িচং থানার এসআই(নিঃ) রাজীব কুমার সাহা, সঙ্গীয় এএসআই নুরুল আলম, সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার ষোলনলন ইউনিয়ন এর ভরাসার বাজার – ভুবনঘর সড়কের পয়াত গোবিন্দপুর রাস্তার মাথায় জাকির হোসেন এর কবরস্থানের উত্তর পার্শ্বে অবস্থান নেয়।
এসময় পুলিশ ফকির বাজার হতে ছেড়ে আসা একটি সিএনজি কে তল্লাশী চালাতে সংকেত দিলে সিএনজিতে থাকা চোরা কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়।
এসময় সিএনজিতে তল্লাশি চালিয়ে সিএনজি ভর্তি ৯০ কেজি গাঁজা উদ্ধার করে। পলাতক আসামি হল আসামি হল বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর সৈয়দের গাও( ফকির বাজার) এলাকার মোঃ রফিকুল ইসলাম এর ছেলে নাজমুল হোসেন (২১)। এঘটনায় পুলিশ বাদী হয়ে বুড়িচং থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করে।