মালাইকা-আরবাজের বিচ্ছেদের নেপথ্যে সালমান‍

বিনোদন ডেস্ক:

inside-post

বলিউডের জনপ্রিয় সাবেক তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা আরোরা। শোবিজে এই জুটির প্রেমের খবর কারোরই অজানা নয়। প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দিয়ে বেশ সুখেই সংসার পেতেছিলেন আরবাজ-মালাইকা। কিন্তু হঠাৎ এমন কী হলো যে, ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।

মালাইকা নিজের ইচ্ছায় এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের প্রেমে পড়েন মালাইকা। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে আরবাজ-মালাইকার বিচ্ছেদের নেপথ্যে নাকি সালমান‍ খান।

জানা গেছে, খান পরিবারে অর্জুন কাপুরকে নিজে ঢুকিয়েছিলেন সালমান খান। কারণ বনি কাপুর তার ভীষণ ভালো বন্ধু ছিলেন। পাশাপাশি অর্জুন কাপুর সালমানের বোন অর্পিতা খানের সঙ্গে সম্পর্কে ছিলেন। সে সূত্রেই বাড়িতে আসা-যাওয়া ছিল অর্জুনের।

মূলত সেখানেই প্রথম মালাইকার সঙ্গে আলাপ হয় অর্জুনের। একসময় প্রেমের সম্পর্কে বাঁধা পড়েন তারা। তবে তাদের সম্পর্কের কথা অনেক পরে স্বীকার করেছিলেন অর্জুন মালাইকা। বর্তমানে লিভইনেই রয়েছেন এই তারকাজুটি।

এদিকে আরবাজের সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে মালাইকা বলেন, জীবন থেকে আলাদা কিছু চাইতাম। মনে হলো কোথাও গিয়ে যেন আমার স্পেসটা হারিয়ে যাচ্ছে। তাই ভেবেছিলাম নিজেকে ঠিক করার জন্য আমায় বন্ধনমুক্ত হতে হবে।

এখন আমরা অনেক ভালো আছি। দুজন দুজনকে সম্মান করি। কিন্তু সেসময় দুজনেরই দুজনকে ভীষণ অসহ্য লাগত। মাঝে মধ্যেই একে ওপরের ওপর খুব রেগে যেতাম আমরা। আমাদের এক সন্তানও রয়েছে।

খান পরিবারে বিয়ে হয়ে আসার পর থেকে নতুনভাবে ক্যারিয়ার শুরু করেছিলেন মালাইকা। কিন্তু বিচ্ছেদ হয়ে গেলেও প্রাক্তন স্বামীকে সম্মান করেন মালাইকা। পাশাপাশি আরবাজের প্রশংসাও করেন তিনি।

আরো দেখুন