রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান এর “ডিস্ট্রিক্ট গভর্নর অফিসিয়াল ক্লাব ভিজিট ও ক্লাব অ্যাসেম্বলি”

রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান এর “ডিস্ট্রিক্ট গভর্নর অফিসিয়াল ক্লাব ভিজিট ও ক্লাব অ্যাসেম্বলি” অনুষ্ঠিত।

inside-post

রবিবার সন্ধ্যা ৬ টায় ঢাকার বনানী ক্লাব লি: এর মেহফিল হলে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ এর অন্তর্ভুক্ত রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান-এ ডিস্ট্রিক্ট গভর্নর এর আনুষ্ঠানিক ক্লাব ভিজিট ও ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ এর সম্মানিত ডিস্ট্রিক্ট গভর্নর মো: আশরাফুজ্জামান নান্নু, ডিসট্রিক্ট সেক্রেটারি (ওসিভি) শেখ ইমরান আহমেদ এবং এসিস্ট্যান্ট গভর্নর নুর মোহাম্মদ ডিকন রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান এর প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ইলেক্ট কে নিয়ে একটি স্বতন্ত্র মিটিং করেন । উক্ত মিটিং এ ডিস্ট্রিক্ট গভর্নর ক্লাবের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন এবং রোটারির কার্যক্রমকে আরও বেগবান করতে এবং ক্লাব পরিচালনার বিভিন্ন বিষয়ে ক্লাব নেতৃবৃন্দকে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

অতঃপর ডিস্ট্রিক্ট গভর্নর মো: আশরাফুজ্জামান নান্নু এর সভাপতিত্বে রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান এর সকল মেম্বারদের নিয়ে ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্নর এর উপস্থিতে আনুষ্ঠানিক ভাবে রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান এর প্রেসিডেন্ট ব্যারিস্টার মাসিহা ইসরাত কে প্রেসিডেন্ট কলার হস্তান্তর করেন ইমিডেয়েন্ট পাস্ট প্রেসিডেন্ট তানভীর আহমেদ আলো ।

ডিস্ট্রিক্ট গভর্নর মো: আশরাফুজ্জামান নান্নু মেম্বারদের উদ্দেশ্যে তার বক্তব্যে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এবং বিশ্বব্যাপী রোটারিয়ানরা মানবতার সেবায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তা তুলে ধরেন এবং তারই ধারাবিকতায় রোটারির কার্যক্রম কে আরও বেগবান করার আহবান জানান । এসময় ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি প্রেসিডেন্ট ফারহানা পারভীন নাতাশা এবং ডিসট্রিক্ট সেক্রেটারি জেনারেল পিপি শাহেদ সিদ্দিকি সহ ক্লাব নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

বাংলাদেশে সাইবার বুলিং এর ভিক্টিমদের মধ্যে ৮০% শতাংশ মেয়ে ও নারী, তাই এই ব্যাপারে সচেতনতা বাড়াতে অনুষ্ঠানে সাইবার বুলিং নিয়ে #StopOnlineBullying শীর্ষক একটি ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয় ।

এরপর ক্লাবের পক্ষ থেকে অতিথিগণকে স্মারক উপহার প্রদান করা হয় এবং ভোট অফ থ্যাংকস এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় । ভোট অফ থ্যাংকস প্রদান করেন রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান এর চার্টার প্রেসিডেন্ট খালেদ ফয়সাল রহমান ।

আরো দেখুন