সংসদের বিরোধী দল থাকার সিদ্ধান্ত নিয়েছে জাপা
ডেস্ক রিপোর্ট:
দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এরইমধ্যে কারা বিরোধীদলীয় নেতা, উপনেতা এবং চিফ হুইপ থাকবেন সেই সিদ্ধান্তও নিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় নেতা, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা ও জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলটির সংসদ সদস্যরা। এখন সভার সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকারকে জানাবে দলটি।
এবারে নির্বাচনে জাতীয় পার্টির চেয়ে প্রায় ছয়গুণ বেশি আসনে জিতেছে স্বতন্ত্র প্রার্থীরা। ফলে সংসদে বিরোধী দলের আসনে কে বসবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর মধ্যেই সংসদের বিরোধী দল হওয়ার সিদ্ধান্ত নিলো জাপা। এখন বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।
তবে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন, পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালী বিধি অনুযায়ী অন্য কারো সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই।
এর আগে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ২৯৯টি আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ ২২২টি আসনে জয়লাভ করেছে। জাতীয় পার্টি জিতেছে মাত্র ১১টি আসনে। এ ছাড়া ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন।