সাংবাদিক কল্যাণ সংস্থা, নামে কুমিল্লায় একটি পেশাজীবী সংগঠনের আত্নপ্রকাশ

সাংবাদিক কল্যাণ সংস্থা, নামে কুমিল্লায় একটি পেশাজীবী সংগঠনের আত্নপ্রকাশ ==প্রেসবিজ্ঞপ্তি।। সাংবাদিক কল্যাণ সংস্থা, নামে কুমিল্লায় একটি পেশাজীবী সংগঠনের আত্নপ্রকাশ ঘটেছে। গত ৭ ডিসেম্বের সকালে কুমিল্লা মহানগরীর ৩২৩মোগলটুলিতে কর্মজীবী সাংবাদিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ওমর ফারুকী তাপস। সভায় আলোচনায় সর্ব সম্মতভাবে সাংবাদিক কল্যাণ সংস্থা,কুমিল্লা । ইংরেজীতে (Journalist Welfare Organization, Cumilla) নামে সংগঠন গঠন করার বিষয়ে সিদ্ধান্ত হয়। নতুন এই সংগঠনে প্রধান উপদেষ্টা হলেন, দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। সভাপতি ঃ ওমর ফারুকী তাপস,সম্পাদক ও প্রকাশক সিটিভি নিউজ,সহ সভাপতি মোঃ জানে আলম দুলাল প্রতিনিধি দৈনিক ভোরের কাগজ, সাধারণ সম্পাদকঃ মোঃ মনির হোসেন প্রতিনিধি দৈনিক রূপসী বাংলা ও দেশ প্রতিক্ষণ, অর্থ সম্পাদক জুয়েল রানা মজুমদার প্রতিনিধি দৈনিক একুশে সংবাদ,প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন, দৈনিক রূপসী বাংলা। অন্যান্য সম্পাদকীয় পদ সমূহ পরবর্তিতে পূরণ করা হবে। সংগঠনে অন্যন্য সদস্যরা হচ্ছেন,সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলু,জামাল উদ্দিন দামাল,জহিরুল হক বাবু, সৈয়দ আহসান হাবিব পাখি, নেকবর হোসেন,সোহরাব সুমন,ফারুক আজম,শাসুল আলম রাজন,আমিত মজুমদার,মারুফ কল্প, রবিউল বাশার খান,তরিকুল ইসলাম তরুন, মোঃ কামরুজ্জামান,সোহাগ মিয়াজী, জিল্লুর রহমান মানিক,রাকিবুল ইসলাম রানা,ফেরদৌস মিঠু,মাইনুল হক স্বপন,রাজিব সাহা, মনোয়ার হোসেন, শরীফুল ইসলাম সুমন,সৌরভ মাহমুদ হারুন,এন কে রিপন,সৈয়দ সহিদুল হাসান সাকিব,শাহ ইমরান,মোঃ মহিউদ্দিন মজুমদার,মোঃ শাফি, জাহাঙ্গীর আলম জাবির, মাইনুল হাসান,ওমর কাইয়ুম পলাশ,আয়েশা আক্তার,ওমর শারিদ বিধান।

inside-post
আরো দেখুন