সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী ডাক্তার তাহসিন বাহার সূচনার উঠান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার তাহসিন বাহার সূচনার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

inside-post

শুক্রবার সন্ধ্যা ছয়টায় কুমিল্লা মহানগরের ১০ নং ওয়ার্ড ফয়জরনেছা স্কুল মাঠ প্রাঙ্গণে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ মনোনীত

মেয়র প্রার্থী ডাক্তার তাহসিন বাহার সূচনা।

১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মনজুর কাদের মনি।বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবিদুর রহমান জাহাঙ্গীর, বাকি আনিছ,কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন।কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান পিয়াস,শ্রমিক লীগের আহ্বায়ক আনিসুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক বাদল খন্দকার ,এই সময় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

১০ নং ওয়ার্ডের সকল নারী পুরুষ ও নতুন ভোটারে উঠুন বৈঠকে কানায় কানায় পূর্ণ হয়।

আরো দেখুন