হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সভাপতি ও প্রধান শিক্ষক স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বুড়িচংয়ে হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সভাপতি ও প্রধান শিক্ষক স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন এর হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাবেক সভাপতি মরহুম আব্দুর রশিদ খান ও প্রধান শিক্ষক মরহুম মোঃ আবু তাহের এর স্মরনে শোকসভা ও দোয়া মাহফিল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা – ৫ আসনের সংসদ সদস্য, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান।
হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ ফরিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইন্জিনিয়ার জয়নাল আবেদীন , হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি নেওয়াজ আলী সরদার, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মিজানুর রহমান, দেলোয়ার হোসেন রতন, বুড়িচং হাজী ফজর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাইয়ুম খাঁন
আরও উপস্থিত ছিলেন অহিদুর রহমান মাস্টার, উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য আব্দুল জলিল, ৬নং ওয়ার্ডের মেম্বার মামুন মিয়া, হাজী আক্তার আলী, আব্দুল কাদের মেম্বার, আব্দুল হালিম, আব্দুল কুদ্দুস, রমিজ উদ্দিন মাস্টার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোসলেম মুন্সি, মোবারক হোসেন, বিল্লাল হোসেন, উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আকরামুল হক লিটন, সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি এনামুল হক শান্ত, স্বপন, সাংবাদিক তাজুল ইসলাম, সাংবাদিক লোকমান খান, জুয়েল রানা প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবুল হাসেম খান এমপি বলেন হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রশিদ ও সাবেক প্রধান শিক্ষক মরহুম মোঃ আবু তাহের মাস্টার হরিপুর গ্রামের শিক্ষার মানোন্নয়নে অবদান রেখেছেন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ।
হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন , মোঃ জামাল হোসেন ও সাংবাদিক মোঃ হাসান এর উপস্থাপনায় দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা ওবায়দুস সোবহান মামুন সাঈদী