নগরবাসীকে ডেঙ্গুর প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র রিফাত।

সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গুর প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র রিফাত।

inside-post

সাইফুল ইসলাম সুমন

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল 11 টায় কুমিল্লা পূবালী চত্বরে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার নাসিমা আক্তারের সভাপতিতে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো: ছামছুল আলম সহ কুমিল্লা সিটি কর্পোরেশন ও কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিত ছিলেন।
এ সময় নগরবাসীর মধ্যে ৫০০০ লিফলেট বিতরণ করা হয়।
এসো আমার সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে ডেঙ্গু প্রতিরোধে সারা শহরে আমরা স্প্রে করছি, ড্রেনে বাসা বাড়িতে আমরা যতই প্রচেষ্টা করি না কেন জনগণ যদি সম্পৃক্ত না হয়, আমরা এই কাজে সফলতা লাভ করতে পারবো না। নগরবাসীর কাছে আমি অনুরোধ রাখব আসুন আমরা সবাই মিলে ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি,

আরো দেখুন