কুমিল্লায় সর্বপ্রথম আয়কর আইনজীবী কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ
পারিবারিক কল্যাণ সমবেত অংশগ্রহণ :
এই স্লোগান কে ধারণ করে কুমিল্লায় সর্বপ্রথম আয়কর আইনজীবী কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ করা হয়েছে।
শনিবার রাত ৯ টায় নগরীর একটি পার্টি সেন্টারে
কুমিল্লা জেলা জজ কোর্টের সাবেক পিপি মোস্তাফিজুর রহমান লিটন কে প্রধান উপদেষ্টা করে
আয়কর আইনজীবী কল্যাণ পরিষদ কুমিল্লার আত্মপ্রকাশ করা হয়।
আয়কর আইনজীবী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা কুমিল্লা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন
আয়কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আশরাফ উদ্দিন, জসীমউদ্দীন আহমেদ, এডভোকেট আবুল খায়ের, এডভোকেট খোরশেদ আলম।
আয়কর আইনজীবী কল্যাণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান রাজন, সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ ইফতেখার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ বাবর মিয়া আইটিপি, সাংগঠনিক ও অর্থ সম্পাদক এডভোকেট কাউছার আলম ভূঁইয়া ।
কার্যকরী পরিষদের সদস্য অহিদুর রহমান আইটিপি, আব্দুল হামিদ তালুকদার আইটিপ, অ্যাডভোকেট আমিনুর রহমান আব্বাসী, মোহাম্মদ আলী আইটিপি , এডভোকেট তহুরা আক্তার, এডভোকেট আশরাফ উদ্দিন ঝোটন
সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৪৫ জন।
আয়কর আইনজীবী কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আশরাফ উদ্দিন,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন সাবেক পিপি,
কর আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট লুৎফর রহমান রাজন,
কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।