বরুড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সেলাই মেশিন বিতরণ
বরুড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ।
ইলমা আহমদ আকা 08-08-23
সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা এ প্রতিপাদ্যের আলোকে
কুমিল্লার বরুড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে ৮ আগষ্ট২৩ ইং মঙ্গলবার সকাল ১০টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা -র সভাপতিত্বে আলোচনা সভা সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নুরে তাসকিন তুলি,
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রত্না আক্তার,
বরুড়া থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই মোঃ ইয়াকুবুল ইসলাম ভুইঁয়া, উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাশেদুল আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, বক্তব্য রাখেন
বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সাত্তার,
বরুড়া পৌরসভা কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শাহিনুর আক্তার রিমা, নারী উদ্যোক্তা সাথী আক্তার, এদিন ৬জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও দুই নারীকে আর্থিক অনুদান বিতরণ করা হয়।