কুমিল্লা বিসিক এর ব্যবস্থাপনায় নারী শিল্প উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর ব্যবস্থাপনায় ৫ দিন ব্যাপী নারী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের (৩য় ব্যাচ) প্রশিক্ষনার্থীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

inside-post

মঙ্গলবার( ২৮ নভেম্বর ) নদুপুর ১২টায় কুমিল্লা জেলা বিসিক কার্যালয় এই সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

কুমিল্লা জেলা বিসিকের উপমহাব্যবস্থাপক, মোঃ মুনতাসীর মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রমোশন কর্মকর্তা মোঃ সামসুল আলম, শিল্প নগরী কর্মকর্তা বদিউল আলম, প্রশিক্ষণে অংশগ্রহণ করা সকল শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট বিতরণ করা হয়।

এই সময় কুমিল্লা জেলারউপমহাব্যবস্থাপক মো: মুনতাসির মামুন বলেন বলেন প্রধানমন্ত্রী ঘোষিত ২০৩০ সালের মধ্যে নারীদের বিভিন্ন ক্যাটাগরিতে ব্যবসা-বাণিজ্য অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কুমিল্লা বিসিক।

এখানে প্রশিক্ষণের মধ্য দিয়ে নারীরা ব্যবসা-বাণিজ্যের যেসব নিয়ম-কানুন আছেন , এবং লাভ লস কিভাবে পুষিয়ে নিতে পারবেন সেই বিষয়ে হাতে -কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্যোক্তা ফারজানা স্বর্ণা।

আরো দেখুন