কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী, শওকত মাহমুদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
ডেস্ক রিপোর্ট:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠানে তার মনোনয়ন পত্রের বৈধতার ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
এ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তাদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাসেম খানসহ ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়। স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে কোনো প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়নি।
শওকত মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, আমি চাই ভোটের মাধ্যমে মানুষ তাদের গণতান্ত্রিক ব্যবস্থার ব্যবহার করুক। কুমিল্লা ৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছি এখানকার মানুষের অনুরোধে। আমি বিশ্বাস করি বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন।