ভোটারদের জন্য বিরিয়ানির আয়োজন করায় কুমিল্লায় সমর্থককে ৩০ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের জন্য বিরিয়ানির আয়োজন করায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরের এক সমর্থককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

inside-post

বুধবার (২০ ডিসেম্বর) রাতে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের পয়াত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম জানান, আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের জন্য বিরিয়ানির আয়োজন করেন স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরের সমর্থক মো. মনির হোসেন। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে মনির হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোটারদের জন্য রান্না করা বিরিয়ানি জব্দ করে একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার ছামিউল ইসলাম।

আরো দেখুন