বন্যা দূর্গতদের মাঝে রোটারী ইন্টারন্যাশনাল ডি-৬৪ ও ডি-৬৫ এর চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন

বন্যা দূর্গতদের মাঝে রোটারী ইন্টারন্যাশনাল ডি-৬৪ ও ডি-৬৫ এর বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন সম্পন্ন

inside-post

কুমিল্লার সকল রোটারী ক্লাবের উদ্যোগে এবং রোটারী ইন্টারন্যাশনাল ডি-৬৪ ও ডি-৬৫ এর আয়োজনে বুড়িচং উপজেলার নানুয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা দূর্গতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন “মেডিকেল ক্যাম্প” গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ এ সম্পন্ন করা হয়েছে। রোটারী ইন্টারন্যাশনাল ডি-৬৪ ও ডি-৬৫ এর চীপ কো-অর্ডিনেটর ইশতিয়াক আবেদুজ্জামান এর উপস্থিতিতে মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্প এ যে সকল চিকিৎসক উপস্থিত ছিলেন-
ডি-৬৫ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কো-অর্ডিনেটর ও
রোটারি ডি ৬৫ কো-অর্ডিনেটর হৃদরোগ বিশেষজ্ঞ রোটা.পিপি প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, মেডিসিন বিশেষজ্ঞ রোটা. প্রফেসর ডা. শাহাবুদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ রোটা. ডা. জুলফিকার হায়দার, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম জামিল, রোটা. ডা. সালেকিন, ডা. মানবেন্দ্র বিশ্বাস, ডা. শাওন নন্দী, ডা. অর্ক দেবনাথ, ডা. সঞ্জয়।
আয়োজনে আরো উপস্থিত ছিলেন রোটা.পিপি জহিরুদ্দিন বাবর, রোটা.পিপি মাহমুদুল হাসান, রোটা.পিপি নয়ন, রোটা.পিপি মিশু, রোটা. পিপি মোহাম্মদ শাজাহান, রোটা.সিপি মো. যোনায়েদ আলম, রোটা. পিপি নাসিরুল ইসলাম মজুমদার, রোটা.পিপি জসিম উদ্দিন, রোটা.পিপি শহীদুল্লাহ, রোটা.সিপি নুরুল ইসলাম রিপন, রোটা. এডভোকেট মাসুদুর রহমান শিকদার, রোটা.মেহেদী হাসান, রোটা.আনোয়ার হোসেন, রোটা.জাহাঙ্গীর আলম
রোটা.আবু তানভীর, রোটা.মার্জিয়া ফেরদাউস, রো.শামসুদ্দোহা মৃদুল সহ ডি-৬৪ ও ডি-৬৫ রোটারীয়ান, রোটার‍্যাক্টর ও ইন্টার‍্যাক্টররা উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে ৪ শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।

আরো দেখুন