এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনলেন অভিনেত্রী শাহনূর
ডেস্ক রিপোর্ট:
বর্তমানে রুপালি পর্দার জগত থেকে অনেক তারকাই সক্রিয় হচ্ছেন রাজনীতির মাঠে। ইতোমধ্যে চলতি বছর বেশ কয়েকজন অভিনয়শিল্পী নাম লিখিয়েছেন রাজনীতিতে। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়িকা শাহনূর।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়। এদিন সকাল ১১ টার পর মনোনয়ন ফরম কেনেন শাহনূর।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। আমি নিজেও সামাজিক কাজের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে আমি তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে চাই। এছাড়া নারীদের জন্য কাজ করতে চান বলেও জানান তিনি।
এর আগে, রোববার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির তারিখ ঘোষণা করে আওয়ামী লীগ। সেই সঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।