কুবিতে লাকসাম মনোহরগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত
কুবিতে লাকসাম মনোহরগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্চুয়ালী যুক্ত হয়েছেন প্রধান অতিথি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেন, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল হাকিম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. হুসনে জাহান, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক শুব্রত সাহা ও লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. ফয়জুল ইসলাম। সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি। উপস্থাপনা করেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাফায়েত সুজন, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাপ্পী।