কুমিল্লা কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংঘটিত করার লক্ষ্যে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল তিনটায় ভূটুয়া শ্রীপুর বড় পুকুরপাড় মাদ্রাসা মাঠে এই সমভাবে অনুষ্ঠিত হয়।

inside-post

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন।

জাহাঙ্গীর আলম মেম্বারের সভাপতিত্বে ও মোহাম্মদ জানে আলম সরদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক মোস্তফা জামান, কোতোয়ালি বিএনপি’র সদস্য সচিব শফিউল আলম রায়হান, সহ জগন্নাথপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা।

আরো দেখুন