কুমিল্লায় এনসিপি প্রার্থী নাভিদ নওরোজ শাহের নির্বাচনী প্রচারণা শুরু

কুমিল্লায় এনসিপি প্রার্থী নাভিদ নওরোজ শাহের নির্বাচনী প্রচারণা শুরু

inside-post

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাভিদ নওরোজ শাহ “জনতার মত” শীর্ষক আলোচনা ও নির্বাচনী প্রচারণা কর্মসূচির উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া জোড় পুকুরপাড়ে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। আয়োজন করে এনসিপি কুমিল্লা মহানগর শাখা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়ক সিরাজুল ইসলাম, জেলার যুগ্ন সমন্বয়ক সৈয়দ আহসান টিটু,যুগ্ন সমন্বয়ক মাসুমুল বারী কাওছার, জায়েদ, ফারহা ইমপা, সদস্য তাসনিম তিসা, এসবি জুয়েল, সহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ ভোটাররা।

আলোচনা সভায় বক্তারা বলেন,“জনগণের মতামতই গণতন্ত্রের মূল শক্তি। এনসিপি বিশ্বাস করে, জনগণের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন টেকসই হতে পারে না। তাই ‘জনতার মত’ কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের ভাবনা সরাসরি শুনতে চাই।”

প্রধান অতিথির বক্তব্যে এনসিপি মনোনীত প্রার্থী নাভিদ নওরোজ শাহ বলেন, “আমি রাজনীতি করতে এসেছি মানুষের পাশে দাঁড়াতে, অভিযোগ নয়, সমাধান দিতে। এই কুমিল্লা ৬ আসনের প্রতিটি সমস্যা, যেমন, ড্রেনেজ, রাস্তা, স্বাস্থ্যসেবা ও তরুণদের কর্মসংস্থান,সবকিছুর সমাধানে আমরা পরিকল্পনা তৈরি করেছি।

আমি চাই জনগণ বলুক, তারা কী চায়। জনতার মতই হবে আমাদের পথনির্দেশ।

তিনি আরও বলেন, “কুমিল্লার মানুষ পরিবর্তন চায়। এনসিপি সেই পরিবর্তনের রাজনীতি করতে চায়, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের রাজনীতি।

অনুষ্ঠানে বক্তারা নাভিদ নওরোজ শাহকে একজন তরুণ, শিক্ষিত ও উদ্যমী প্রার্থী হিসেবে তুলে ধরেন এবং বলেন, তার নেতৃত্বে কুমিল্লা ৬ আসন হতে পারে “স্মার্ট বাংলাদেশের”-এর মডেল।

আলোচনা শেষে স্থানীয় নাগরিকরা তাদের বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। ‘জনতার মত’ কর্মসূচির মাধ্যমে আগামী দিনগুলোতে কুমিল্লা ৬ আসনের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে মতবিনিময় সভা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আয়োজকরা।

অনুষ্ঠান শেষে উপস্থিত জনতার করতালিতে এনসিপি প্রার্থীর প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হয়।

আরো দেখুন